কেশবপুরে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ | আপডেট: ৯:২৫:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় কাঁচা মালের আড়ত, দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শনিবার দুপুরে ৭ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন । উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী মিজানুর রহমানকে ৩ হাজার, রাজু আহমেদকে ৫ হাজার, জিয়াউর রহমানকে ৫ হাজার, সাইদুল ইসলামকে ১ হাজার, কাঁচা মালের দোকানদার ফিরোজ শেখকে ১ হাজার, খলিলুর রহমানকে ১ হাজার এবং মুদি ব্যবসায়ী তপন পালকে ২ হাজার টাকা সহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ১৯৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ