কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ গুরুতর আহত ৪ প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মে ১২, ২০২২ | আপডেট: ৩:২২:অপরাহ্ণ, মে ১২, ২০২২ যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। গুরুতর আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কা জনক। এ ঘটনায় ফারুক সরদার বাদি হয়ে ৬ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে সরেজমিন ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, উপজেলার প্রতাপপুর গ্রামের ফারুক সরদারের সাথে প্রতিবেশী এরফান সরদারের জমি সংক্রান্ত নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গত ৯ মে (সোমবার) সকালে এরই সূত্র ধরে ফারুক সরদার বাড়িতে না থাকায় ওই ব্যক্তি লোকজন নিয়ে তার বাড়ির উঠানে গিয়ে চাচাতো ভাই ওসমান সরদারকে (৪০) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় প্রতিবাদ করলে তারা বাঁশের লাঠি, লোহার শাবল ও ধারালো গাছি দা দিয়ে তার ভাইকে মারপিট করতে থাকে। মারপিট ঠেকাতে গেলে ফারুক সরদারের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (২৬), চাচি নবিজান বেগম (৬০), ভাবি ফতেমা বেগমকে (২৫) মাথায় ও দুই আঙ্গুলে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। প্রতিবেশীরা তাদের ডাকচিৎকারে এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে আহতদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায় ফারুক সরদার বাদী হয়ে থানায় এরফান সরদার (৪৫), কালাম সরদার (৪০), রাজু হোসেন (২০), শিহাব হোসেন (২১), সালেহা বেগম (৪০) ও বিলকিছ খাতুনকে (৪২) আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে ভর্তি গুরুতর জখম হওয়া আহতদের খোঁজ খবর নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত মামলার প্রস্তুতি চলছিল। সংবাদটি পড়া হয়েছে ৩৩৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ