কালিগঞ্জ-দেবহাটা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ | আপডেট: ৭:৩৮:অপরাহ্ণ, মে ১৮, ২০২০ সাতক্ষীরা জেলায় দেবহাটা উপজেলায় ১৭ মে করোনা আক্রান্ত(পজেটিভ) রোগীর সংখ্যা ২৩ হওয়ায় পাশাপাশি উপজেলা কালিগঞ্জ খুবই ঝুকিতে আছে। এই কারণে সাতক্ষীরা ডিসি মহোদয় ও কালিগঞ্জ ইউএনও মহোদয় আন্তঃ উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন করার লক্ষে কালিগঞ্জ দেবহাটা মহাসড়কে চেক পোস্ট বসানো হয়। এই চেক পোস্ট এর মূল কাজ এক উপজেলার মানুষ অন্য উপজেলায় আসতে পারবে না। সব ধরনের ছোটছোট বাহন যেমন ইজিবাইক, ইঞ্জিনভ্যান, মাহেন্দ্র বা ভ্যানগাড়ী সব চলাচলের উপর কড়াকড়ি করা হচ্ছে। সকল জনসাধারনকে বিশেষ ভাবে বলা যাচ্ছে যে আপনারা আপনাদের জাতীয় পরিচয় পত্র সঙ্গে রাখুন। আপনি কোন উপজেলার মানুষ সেটা না জানলে এই চেকপোস্ট পার হতে পারবেন না। এখানে সারকারি কাজে দায়িত্বরত আছেন কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের ৩টি ক্ষুদ্র দল। এছাড়া নলতা ইউনিয়নের চেয়ারম্যান তার পরিষদের কর্মচারি দিয়ে এই কার্যক্রমকে গতিশীল রেখেছেন। করোনা এক্সপার্ট টিমের দায়িত্বে আছেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন চেয়ারম্যান আজিজুর রহমান। সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন কালিগঞ্জ ইউএনও মহোদয় মোঃ মোজাম্মেল হক রাসেল , এসিল্যান্ড কালিগঞ্জ ও বাংলাদেশ সেনাবাহিনী। সংবাদটি পড়া হয়েছে ৪১৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ