কালিগঞ্জ থানাকে আদর্শ থানায় রূপান্তর করতে স্বচেষ্ট আছি: ওসি দেলোয়ার হুসেন প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ | আপডেট: ৩:২৫:অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা। শনিবার (৮ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় থানা ক্যাম্পাসের গোলঘরে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। এসময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বক্তব্যে বলেন, পুলিশ ও সাংবাদিকবৃন্দের সমন্বয়ে কালিগঞ্জ থানাকে মডেল হিসাবে উপহার দিতে চাই। সন্ত্রাস, জঙ্গীবাদ, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। এসপি স্যারসহ সকলের সহযোগীতায় কালিগঞ্জ থানাকে খুলনা বিভাগের মধ্যে প্রথমস্থানে নিয়ে যেতে চাই। আমার পাওয়ার বা চাওয়ার কিছু নেই, আমি জনকল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। থানার প্রাচীর সংস্কার, গ্যারেজ, ক্যাম্পাস ফুল, ফলে সাজানোসহ মানবিক থানা গড়ার চেষ্টায় আছি। সাংবাদিকবৃন্দ সমাজের দর্পন, জাতীর বিবেক হিসাবে খ্যাত, সাংবাদিকদের আন্তরিক সহযোগীতায় দালাল, সন্ত্রাস ও মাদকমুক্ত থানা হিসাবে পরিচিতি করাতে সক্ষম হয়েছে। মতবিনিময়কালে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) এস এম আজিজুর রহমান প্রমু। সংবাদটি পড়া হয়েছে ৫০২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ