কালিগঞ্জে ৬ জনের করোনা শনাক্ত: মোট আক্রান্ত ৪৩

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ | আপডেট: ১:৩৭:অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

সাতক্ষীরার কালিগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে কালিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩-এ। নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মধুসূদন পালের ছেলে বাবলা (৩২), রতনপুর ইউনিয়নের কাঠুনিয়া গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে জব্বার মোড়ল (৬০), নলতা ইউনিয়নের ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান (৪১), মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আলেক গাজীর ছেলে নুরুজ্জামান (৪৩), গণপতি গ্রামের শেখ ইমামুল ইসলাম এর ছেলে রাকিব (৩২) ও চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৪৫)।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা