কালিগঞ্জে মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক করেছেন এসিল্যান্ড সিফাত উদ্দিন প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ | আপডেট: ৯:২৯:অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজারে শনিবার(১৩ জুন) দুপুর ২টায় মাস্ক ব্যবহারে প্রচারণা ও ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সিফাত উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়িদের উদ্দেশ্যে বলেন, সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতে মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক করেছে। এজন্য সকলকে মাস্ক পরিধান করতে হবে এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করার পরামর্শ দেন এবং লেবু খাওয়ার পরামর্শ দেন। তাছাড়া সরকারী নির্দেশনা মতে সকাল ১০টা থেকে বিকাল ৪টার পর্যন্ত দোকানপাট ও শপিং মলে কেনাবেচার সময় পারস্পরিক শারীরিক দুরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজন ব্যবসায়িকে তিন স্তর বিশিষ্ট কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করেন। সংবাদটি পড়া হয়েছে ৪৫১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ