কালিগঞ্জে পুলিশের অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২০ | আপডেট: ১:০৭:পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের অভিযানে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়েছে। তবে মাদক চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। থানার সহকারী উপ-পরিদর্শক আজিম হোসেন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে থানার উপ-পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদের নেতৃত্বে পুলিশ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদহা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে একটি ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যাগ থেকে ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়। এঘটনায় থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা ফেনসিডিল উদ্ধারমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ