কালিগঞ্জে গাছ কাটাকে কেন্দ্র করে মারপিট থানায় অভিযোগ প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ | আপডেট: ১০:০২:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলায় আমিয়ান গ্রামে জমি ক্রয়ের পর গাছ কাটাকে কেন্দ্র করে গোলোযোগ ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২ এপ্রিল বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে আমিয়ান গ্রামে। এঘটনায় মোঃ আব্দুল্লাহ মোল্লা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, আমিয়ান গ্রামে ঈমান আলী মোল্লার পুত্র মোঃ আব্দুল্লাহ মোল্লা একই গ্রামের মৃত বদিউল্লাহ মোল্লার পুত্র শহিদুল ইসলাম এর কাছ থেকে ৩ মাস পূর্বে আব্দুল্লাহ ৩ শতক ক্রয় করে ভোগ দখল করে। গত ২ এপ্রিল মোঃ ইসলাম, শহিদুল দলবদ্ধ হয়ে ১০/১২ ভাড়াটিয়া লোক ক্রয়কৃত জমিতে অনাধিকার প্রবেশ করে। জমিতে জিবলী গাছ কাটতে থাকে, এসময় আব্দুল্লাহর সহদর ভাই হাবিবুল্লাহ বিষয়টি দেখতে পেয়ে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। তার ডাক চিৎকারে আব্দুল্লাহ এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করে। এঘটনায় মোঃ আব্দুল্লাহ মোল্লা বাদী হয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ