কালিগঞ্জে কৃষকের ধান কেটে মাড়াই করে দিল ছাত্রলীগ প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ | আপডেট: ৩:৪৭:অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ করোনা সংক্রমণের কারণে অন্য জেলা থেকে শ্রমিক আসেনি। এলাকায়ও শ্রমিকের তীব্র সংকট। পাকা ধান সুষ্ঠুভাবে ঘরে তোলা নিয়ে চরম সংশয়ে দিন কাটছে কৃষকের। এমতাবস্থায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কৃষক মিজানুর রহমানের পাকা ধান কেটে মাড়াই করে দিল উপজেলা ছাত্রলীগ। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসারের নেতৃত্বে ২০/২৫ জন নেতা-কর্মী দুই বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে ও মাথায় করে নিয়ে এসে মাড়াই করে দেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাথে কাজে অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল আহমেদ,নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহস গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। করোনা ভাইরাসছাত্রলীগের মহানুভবতা সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ