কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই অভিজিতের বদলী ঠেকাতে তদবির মিশন মাঠে!

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ | আপডেট: ৪:৩৬:অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির বিতর্কিত এস আই অভিজিতের বদলীর খবরে ভুক্তভোগী মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। ভুক্তভোগী অনেকে তার বিতর্কিত কর্মকান্ডের ঘটনায় মুখ খুলতে শুরু করেছেন। এতদিনে এস আই অভিজিতের কোপানলের শিকার ভুক্তভোগী মানুষের মাঝে ভীতি বিরাজ করছিল। সম্প্রতি তার বদলীর খবরে রীতিমতো স্বস্তি ফিরেছে ঐ সব ভুক্তভোগীর মাঝে। এদিকে বদলী ঠেকাতে বসে নেই এস আই অভিজিৎ। সংশ্লিষ্ট দপ্তরে একটি চক্রের মাধ্যমে তদবীর চালাতে প্রাণন্তকর চেষ্টা চালাচ্ছেন বলে একটি সুত্র জানিয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুত্র জানায়, অভিজিৎ রায় স্ত্রীকে গর্ভবর্তী দেখিয়ে ৩ মাসের জন্য কপিলমুনি ফাঁড়ীতে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সুপার বরাবর এক আবেদন করেছেন। শুধু আবেদন করেই ক্ষ্যান্ত নন, বিভিন্ন দপ্তরে জোর তদবীর চালাচ্ছেন কপিলমুনি ফাঁড়ীতে থাকার জন্য। যার জন্য প্রশাসনসহ রাজনৈতিক মহলেও তিনি নাকি ধর্না দিচ্ছেন। জানা গেছে, কপিলমুনি পুলিশ ফাঁড়িতে যোগদানের পর এস আই অভিজিৎ রায় ফাঁড়ীর ইনচার্জের কমান্ড না শুনে স্বেচ্ছাচারিতায় নানা বিতর্ক জন্ম দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের উদ্ধর্তন এক কর্মকর্তার কাছের লোক পরিচয় দিয়ে প্রভাব খাটান বলে প্রচার রয়েছে।

অভিজিৎ রায়ের সকল কর্মকান্ড বর্তমান অধিকতর সুশৃঙ্খল ও স¦নামধন্য পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন কপিলমুনিসহ আশপাশ এলাকার ভুক্তভোগী মানুষ। তাদের দাবি, তদন্ত করলেই বেরিয়ে পড়বে অভিজিতের সব অনৈতিকতার ঘটনা।

 

ভুক্তভোগীরা জানান, মাদক সিন্ডিকেটের গডফাদারদের সাথে তার রয়েছে সখ্যতা, শুধু মাদক নয়, কুখ্যাত চোরদের সাথে রয়েছে তার গোপন সম্পর্ক। সুত্র জানায়, সাম্প্রদায়িক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে জমি জবর দখলে সহায়তা করে প্রতিপক্ষের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেয়াসহ ভুক্তভোগী ঐ পরিবারের কাছ থেকে মোটাংকের টাকা হাতিয়ে নেন অভিজিত। সুত্র আরোও জানায়, লকডাউন চলাকালে উৎপাদনমুখী একটি মুড়ি কারখানায় প্রধান দরজা ভেঙ্গে ঢুকে মোটা টাকা হাতিয়ে নেন তিনি।


আপনার মতামত লিখুন :

এইচএমএ হাশেম। নিজস্ব প্রতিবেদক। কপিলমুনি, ‍খুলনা