কপিলমুনি ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের কমিটি গঠন প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৯:২৯:অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের কপিলমুনি ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রসেনজিৎ হালদার সভাপতি, মিন্টু সাধু সহ-সভাপতি, সৌরভ মজুমদার সহ-সভাপতি, সৈকত পাল সহ-সভাপতি, প্রান্ত বিশ্বাস সাধারণ সম্পাদক, শিশির রায় যুগ্ম সম্পাদক, তপু অধিকারী যুগ্ম সম্পাদক, চিরঞ্জিৎ সরকার সাংগঠনকি সম্পাদক, পলাশ বিশ্বাস সাংগঠনিক সম্পাদক, সবুজ বিশ্বাস প্রচার সম্পাদক, জয় সাধুকে দপ্তর সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এদিকে সোলাদানা ইউনিয়নে দীপায়ন সানা সভাপতি, বিষ্ণুপদ সাধারণ সম্পাদক, লতা ইউনিয়নে উত্তম মন্ডল সভাপতি ও অরিন্দম বৈদ্যকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ২৮ ডিসেম্বর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি সুব্রত হাজরা ও সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু দত্ত স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম সংবাদটি পড়া হয়েছে ২০৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ