সাতক্ষীরার কালিগঞ্জে পিকনিক করা হলো না হৃদয়ের প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ | আপডেট: ১০:১৬:পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: পিকনিক করতে যেয়ে সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে শেখ আমির হামজা ওরফে হৃদয়(১৮) নামে এক কলেজ ছাত্র। শুক্রবার(২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে কালিগঞ্জ উপজেলা সদরের রহিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র রহিমপুর গ্রামের শেখ সাইফুল ইসলামের ছেলে এবং কালিগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বাড়ির পাশে বন্ধু ও প্রতিবেশীদের সাথে পিকনিক করছিল আমির হামজা হৃদয়। এ সময় বিদ্যুতের সংযোগ নিতে যেয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের অকাল মৃত্যুতে এলাকাবাসী ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সুন্দরবনটাইমস.কম/শা:গো: সংবাদটি ৩২০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু