সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আরো ১২ জন আক্রান্ত: হাসপাতালে ভর্তি ৪৭ জন প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩ | আপডেট: ৭:০৮:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩ সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৭ জন রোগী। এ নিয়ে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩২৭ জন। সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মারা গেলেন ৪জন রোগী। শনিবার (২৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ডাঃ জয়ন্ত কুমার সরকার আরও জানান, বর্তমানে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ জন, কলারোয়ায় ১৫ জন, সাতক্ষীরা সদর হাসপাতালে ৭ জন, কালিগঞ্জে ৪ জন, দেবহাটায় ২ জন, শ্যামনগরে ২ জন এবং বেসরকারী ক্লিনিকে একজনসহ ৪৭ রোগী ভর্তি আছে। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ২৫২ জন। এসজি/ডেক্স সংবাদটি ৫১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন