বিদায় প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯ | আপডেট: ১২:৩১:অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯ বিদায় …………..শ্যামল বণিক অঞ্জন…………… আজকে তোমায় দিলাম বিদায় মনের দরোজা খুলে, সত্যি বলছি এবার তোমায় যাবোই আমি ভুলে। আজকে তোমায় দিলাম ছুটি আমার জীবন থেকে, যেওনা গো কোন কিছু স্মৃতির ঘরে রেখে। আজকে তুমি যাও চলে যাও জীবন থেকে দূরে, যাও গো তোমার যেথায় খুশী পাখির মতো উড়ে। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা বিদায় সংবাদটি ৩৮৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?