চীনে বাস খালে পড়ে শিক্ষার্থীসহ নিহত ২১ প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ | আপডেট: ৩:১৬:অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ চীনের দক্ষিণাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের অ্যানশুন শহরে একটি বাস খালে পড়ে শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশব্যাপী কলেজের চূড়ান্ত পরীক্ষার দিনে এ ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশ থেকে অপরপাশে গিয়ে হংশান জলাধারে পড়ে যায়। গুইঝৌর দমকল বিভাগ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছে, ঘটনাস্থলে ১৭ জন ডুবুরিসহ প্রায় ১০০ জন দমকল কর্মীকে পাঠানো হয়। বাসটিতে কতজন লোক ছিল ও তাদের মধ্যে কেউ নিখোঁজ আছে কি না তা খোঁজ করে দেখছেন তদন্তকারীরা। সড়ক দূর্ঘটনা সংবাদটি ১২৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ভারতের উত্তরপ্রদেশে শ্রমিকবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২৪ ৫৪ দিনের মধ্যে ইরানে সর্বনিম্ন আক্রান্ত