রাশিয়ায় এক দিনে করোনায় আক্রান্ত সাড়ে ৯ হাজার

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মে ২, ২০২০ | আপডেট: ১১:৫৫:অপরাহ্ণ, মে ২, ২০২০

রাশিয়ায় এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬২৩ জন। দেশটিতে করোনা প্রাদুর্ভাবের পর ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা। শনিবার দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৫৪ তে দাঁড়িয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি হলেও অন্যান্য দেশের তুলনায় রাশিয়ায় মৃতের সংখ্যা কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৭ করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা ১ হাজার ২২২ এ দাঁড়িয়েছে।

করোনা সংক্রমণ প্রতিরোধে রাশিয়ায় গত মার্চ থেকে আংশিক লকডাউন চলছে। তবে এরপরও দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। আক্রান্তদের অধিকাংশ রাজধানী মস্কোর বাসিন্দা। রাজধানীতে কেবলমাত্র বিশেষ পাসধারীরা দোকানে যেতে, কুকুর নিয়ে হাঁটতে এবং ময়লা ফেলার জন্য বাইরে যাওয়ার সুযোগ পেয়েছেন।

শনিবার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাজধানীবাসীকে বাড়িতে আইসোলেশনে থাকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, গুরুতর রোগীর সংখ্যা বাড়ছে। তবে পরিস্থিতির ভয়াবহতার যে অনুমান করা হয়েছিল সেদিকে মোড় নিচ্ছে না বাস্তব অবস্থা।

নিজের ব্লগে মেয়র লিখেছেন, ‘অবশ্য এটা নিশ্চিত যে আশঙ্কা বাড়ছে।’


আপনার মতামত লিখুন :

আন্তর্জাতিক ডেক্স।