কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

যশোরের কেশবপুরে বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হোসেন (৩০) নামে এক ভ্যান চালক মারা গেছেন। সে উপজেলার কাঁস্তা গ্রামের কসিম উদ্দিন সরদারের ছেলে।

নিহতের বাবা কসিম উদ্দিন সরদার জানান, তার ছেলে ভ্যান চালক সোহেল হোসেন নিজের ব্যাটারি চালিত ভ্যানের চার্জারের তার সুপারি কাটা জাতি দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।