কালিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে এক স্কুল ছাত্রীর মৃত্যু প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুন ২, ২০২০ | আপডেট: ৯:৪৬:অপরাহ্ণ, জুন ২, ২০২০ কালিগঞ্জের পল্লীতে বাড়ির পাশে খালুর বাড়িতে বেড়াতে এসে বারান্দার কোলাপ্সিকল গেট খুলতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোমেনা খাতুন নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে কালিগঞ্জ উপজেলা দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আমিনুর ইসলাম ঢালীর কন্যা। সোমবার রাত ৮টার সময় কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামে এঘটনা ঘটে। ঘটনার পরপরই মারাত্বক আহত অবস্থায় তার পরিবারের স্বজনরা কালিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় কালিগঞ্জ থানায় মঙ্গলবার একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুল ছাত্রী মোমেনা তাদের বাড়ির পাশে খালু আমিনুর ইসলামের বাড়িতে যেয়ে কলাপ্সিকল গেটে হাত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যায়। তার অকাল মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু সংবাদটি ৬২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু