কপিলমুনি কলেজকে উন্নয়নের ধারাবাহিকতায় আধুনিকায়ন করা হবে: এমপি বাবু প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ | আপডেট: ১১:২৮:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ কপিলমুনি(খুলনা) প্রতিনিধি: কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, ‘উন্নয়নের ধারাবাহিকতায় কপিলমুনি কলেজকে আধুনিকায়ন করা হবে। কপিলমুনি কলেজের সার্বিক উন্নয়নে আমি আপনাদের সাথে আছি।’ রবিবার সন্ধ্যা ৬ টায় কলেজের মাসিক সভায়-এ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি কলেজের সার্বিক বিষয় নিয়ে পরিচালনা পরিষদের সদস্যদের সাথে মত বিনিময় করেন। কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ত্রিদীপ কান্তি মন্ডল, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, সরদার হারুন অর রশিদ, আনন্দ মোহন বিশ্বাস, তাপস কুমার সাধু, শিরিন আক্তার, শেখ দীন মাহমুদ, আলিনুর ইসলাম, স্বপন কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, মোঃ হারুনার রশিদ, শেখ মোঃ শাকিল, ছাত্রলীগ নেতা আজমল হোসেন বাবু প্রমূখ। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি এমপি বাবু সংবাদটি ২৭৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ