একটি সোলার লাইট: মিঠাবাড়ী মসজিদের অন্ধকারাচ্ছন্ন রাস্তায় হবে আলো ! প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ | আপডেট: ৪:৩৮:অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ মোঃ সাইদুজ্জামান শুভ: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী গ্রামের শেখপাড়া জামে মসজিদ এলাকায় রাস্তায় রাতে অবস্থা ভিন্ন রূপ ধারণ করে। গ্রামের সকল জায়গা আলো জ্বেলেও, আলো জ্বলে না মিঠাবাড়ী গ্রামের শেখ পড়া রাস্তার এলাকায়। মাগরিবের আজান হওয়ার পর থেকেই রাস্তা টুকু হয়ে যায় ঘোর অন্ধকারাচ্ছন্ন। দীর্ঘ হাফ কিলোমিটার এর মধ্যে কোনো লাইটপোষ্ট নাই। ফলে মাগরিব, এশা ও ভোর সকালে ফরজের নামাজ পড়তে আসা বৃদ্ধ, ও ছোট ছোট বাচ্চাদের আসতে খুব কষ্ট হয়। আনেক ক্ষেত্রে দেখা যায় ভুল করে টর্সলাইট ফেলে এসে আবার বাড়ি ফিরে যেতে হয় রাস্তায় কোনো আলো নায় বলে। বেশি কিছু দিন আগে মসজিদ এর রাস্তায় বিভিন্ন চোরদের ঘোরাফেরা করতে দেখা যায়। ফলে নানা ধরনের অসুবিধা পড়তে হয় মুসল্লিদের। মসজিদের সামনে লাইটপোস্টে থাকলে পর্যন্ত একটি আলোর ব্যবস্থা হবে এবং পথও চলতে সুবিধা হবে বলে মনে করছে এলাকাবাসীর। মিঠাবাড়ী শেখপাড়া এলাকায় অতি জরুরী ভিত্তিতে একটি লাইটপোস্টে এর ব্যবস্থা করে দেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামালের কাছে অহব্বাহন জানিয়েছে এলাকাবাসী। মিঠাবাড়ী শেখপড়া জামে মসজিদ এর ইমাম হাফেজ মোঃ মাহাবুব হোসেন সুন্দরবনটাইমস.কম কে জানান এই রাস্তায় সকালে তার আসতে খুবই কষ্ট হয় বিশেষ করে ফরজের নামাজ পড়তে আসার সময়। রাস্তা থাকে ঘোর অন্ধকারাছন্ন, তাতে আবার রাস্তাটা খুবই খারাপ। মিঠাবাড়ী শেখ পাড়া জামে মসজিদে সর্বক্ষণিক থাকা মিঠাবাড়ী শেখ পাড়ায় ক্লিন সাতক্ষীরা গ্রীণ সাতক্ষীরা পরিস্কার পরিচ্ছন্নতা করে ফেসবুকে ভাইরাল দয়ান শেখ বলেন আমার বয়স এখন প্রায় ৭০ বছরের বেশি এই মসজিদ এলাকায় আমি সারা দিন থাকি কিন্তু বড় ধরণের কোনো আলের ব্যবস্থা না থাকায় চলাফেরা করতে খুবই কষ্ট হয়। আমি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্যারের কাছে আমাদের মসজিদ এর সমনে একটি সোলার লাইট স্থাপনের জোর দাবি জানাচ্ছি। যাহাতে অতি দ্রুত একটি সোলার লাইট স্থাপন করা হয়। এলাকাবাসী আরও জানান, একটি সোলার লাইট পোস্ট স্থাপন হলে এই সমস্যা গুলো অতি দ্রুত সমাধান হবে। এ ব্যাপারে মাননীয় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর সদায় দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী। সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক সংবাদটি ২৭৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ