কলারোয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২ | আপডেট: ৬:৪০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২ সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান,সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরে যাচ্ছিল। এসময় সাতক্ষীরাগামী মাছবাহী একটি দ্রুতগামী পিকআপের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫/২০ জন ব্যক্তি আহত হন। পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় এখনো কেউ মারা যাননি বলে জানান ওসি। এসজি/ডেক্স সংবাদটি ৪২১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক