কবিতা: “চলে যায়”

জগতের কি মহিমা হায়
বলছি তা মহান কবির কথা
“যেতে নাহি দিবো হায়,
তবু যেতে দিতে হয়,
তবু চলে যায়।”
ভালোবেসে আকড়ে ধরে
রাখবে কারে হায়
সব যে চলে তার নীতিতে
মানুষ সেটাই ভুলে যায়।
ভালো থেকো জনম জনম
ওগো বলছি তোমায় হে শান্ত আঁখি ধারী
যত পারো কষ্ট দাও আমাকে
জগৎ যে নশ্বর মৃত্যুপুরী।
এ পাগলিনী মন থেকে
তোমারে দিয়েছে চিরবিদায়।
কার সাধ্য_আছে বলো
তারে রাখে, যে চলে যায়।