কেশবপুরে ৩টি গাঁজা গাছসহ এক মাদক কারবারি গ্রেফতার প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১ | আপডেট: ১০:৫৬:অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১ যশোরের কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের ভেরচি এলাকা থেকে তিনটি গাজাগাছসহ কামরুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৬ জুলাই) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কামরুল ইসলাম ভেরচি গ্রামের আবদুল লতিফ বিশ্বাসের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে কামরুল ইসলামের নিজ বাড়ি থেকে গাঁজাগাছসহ তাকে গ্রেফতার করা হয়েছে । গাঁজা গাছ গুলো তার মুরগির খামারের মধ্যে লাগানো ছিল। তিনি একজন মাদক কারবারি। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, তিনটি গাঁজা গাছসহ মাদক কারবারি কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে তিনি গাঁজা গাছ রোপন করেন । এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তিনি একজন মাদক কারবারি হিসেবে তালিকাভুক্ত। মঙ্গলবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে। সংবাদটি ৫২৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত