কেশবপুরে বাথরুম থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ | আপডেট: ৭:০১:অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ যশোরের কেশবপুরে শনিবার বাথরুম থেকে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসি জানান, শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের দেয়া তথ্যে কেশবপুর থানা পুলিশ গৌরিঘোনা এস কে এস ফাউন্ডেশনের কর্মকর্তা দলিলুর রহমান (৪১) এর মরদেহ সন্যাসগাছা গ্রামের বিশ্বজিত দের ভাড়া বাড়ির বাথরুম থেকে উদ্ধার করেছে। সে পাবনা জেলার চাটমোহর উপজেলার মধ্য মালিখা গ্রামের জামাত আলীর ছেলে। কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতর থেকে তালা দেয়া বাড়ির বাথরুমে পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে ময়না তদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্য মামলা হয়েছে। সংবাদটি ৬৬৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত