পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামীলীগ সভাপতির স্ব-পরিবারসহ ৪ জনের করোনা সনাক্ত

সাতক্ষীরার পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামীলীগ সভাপতির স্ব-পরিবার সহ নতুন করে ৪জনের শরীরে কোভিড-১৯(করোনা ভাইরাস) পাওয়া গেছে। বুধবার (২৬আগষ্ট) দুপুরে তালা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন, থানা সদরের পল্লী বিদ্যুৎ রোড় এলাকার তালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ নুরুল ইসলামের দুই ছেলে শেখ ফাহিম কার্জন(২১), শেখ ফরহাদ কঙ্কন(২৫) ও স্ত্রী শেখ কাকলি ইসলাম(৪৩) এবং পেট্রল পাম্প এলাকার মৃত শিশির দাসের ছেলে সুব্রত কুমার দাস (৫৮)।
এদিকে বেশ কয়েকদিন আগে শেখ নুরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) জেল্লাল হোসেন জানান, তালা স্বাস্থ্য বিভাগের তথ্য পাওয়া মাত্রই থানার কুইক রেস্পন্স টিম আক্রান্তদের বাড়ি সহ আশপাশের ৭-৮টি বাড়ি লকডাউন ঘোষনা করেছে। এ সময় তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহব্বান জানান।