কালিগঞ্জের রতনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান আর নেই

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ | আপডেট: ৯:১৫:অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

সাতক্ষীরার কালিগঞ্জের ১১নং রতনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও কাটুনিয়া গ্রামের মৃত কওছার আলী গাজীর ছেলে জিএম মুজিবুর রহমান(৫৮) আর নেই। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৬ টার দিকে তিনি কাটুনিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

স্ট্রোকজনিত কারণে তিনি দীর্ঘদিন যাবত প্যারালাইজড অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০১১ সালে জিএম মুজিবুর রহমান রতনপুর ইউপি’র চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ২ বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা, দুলাবালা(হাসেমীনগর) ও রাজবাড়ী ভূমিহীন পল্লী গঠনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গঠনে ভূমিকা পালন করেন। বুধবার (২৪ জুন) সকাল ৯ টায় পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবাকি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা