মণিরামপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ | আপডেট: ১০:৩১:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): গোটা বিশ্বে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে পড়ছে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষেরা। সরকারের পাশাপাশি অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তেমনি প্রায় সস্থ্যধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন যশোর জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন আ,লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাংবাদিক শহিদুল ইসলাম মিলন। বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি মণিরামপুরের বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এলাকাসহ বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, মশুর ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এ বিষয়ে শহিদুল ইসলাম মিলন বলেন, মানবিকতা মানুষের স্বকীয় বৈশিষ্ট। এই মানবিকবোধ থেকেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও চাহিদার তুলনায় সীমিত সামর্থ্যের কথা বিবেচনা করে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। এখন থেকে প্রতিটি পরিবারে কাঁচাবাজার সামগ্রী প্রদান করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন আ,লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাংবাদিক শহিদুল ইসলাম মিলনের নিজ উদ্যোগে তার নিজ এলাকার সর্বসাধারণের হাত ধোয়ার জন্য বেসিং স্থাপন করেছেন। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ৪৯২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য