কবিতা: “হৃদ আয়নার মাঝে”

হৃদ আয়নার মাঝে
…………তুলোশী চক্রবর্তী
কেনো গো তোমার চাঁদ বদনে
হিরকসম হাসির প্রভা?
কেনো গো তোমার নয়ন দুখানি
হৃদয়হরা মনোলোভা?
কতো দেখি তোমায় আমি
সকাল দুপুর সাঁঝে
তোমার মুখ খানি যে গেঁথে গেছে
আমার হৃদ আয়নার মাঝে,
মাঝে মাঝে অবাক হয়ে
দেখি তোমায় দেবতা রুপে
মুগ্ধতায় কখনোবা খুঁজে পাই
ভালোবাসার দেব গৃহের প্রদীপে।
সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:তুলোশী চক্রবর্তী/পশ্চিম বাংলা
