শেষ হলো সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা, শেষ দিনে দর্শনার্থীদের ভীড় প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ | আপডেট: ১০:১৪:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২০। শুক্রবার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠানে মেলার সার্বিক চিত্র দেখে সন্তোষ প্রকাশ করে বিভাগীয় কমিশনার বলেন, আগামীতে আরও অধিক পণ্য এবং কোয়ালিটি পণ্য আসবে। পণ্যের মান যদি ঠিক থাকে তাহলে ব্যবসা ধরে রাখা যাবে উল্লেখ করে উদ্যোক্তাদের পণের মানের উপর গুরুত্ব দিতে পরামর্শ দেন বিভাগীয় কমিশনার। এদিকে, মেলার শেষ দিন শুক্রবার বিকালে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়ে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সাতক্ষীরায় পণ্য মেলা সংবাদটি ২৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত