মুজিববর্ষে সাতক্ষীরায় তৈরি হবে ১৪শ আইটি উদ্যোক্তা, প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ | আপডেট: ১০:১১:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলায় ১৪শ আইটি উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার কর্মমুখী শিক্ষার উপর জোর দিয়ে বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারলেই কেবল বিশ্ববাজারে টিকে থাকা যাবে।
এসময় তিনি শিক্ষণার্থীদের মনোযোগের সাথে প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দিয়ে প্রশিক্ষণার্থীরা দেশের সম্পদে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এই উদ্যোগের মাধ্যমে সাতক্ষীরা জেলাতে তথ্য-প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ বিশাল একটি কর্মক্ষম তরুণ প্রজন্ম তৈরি হবে। এর মাধ্যমে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরার পাশাপাশি ডিজিটাল সাতক্ষীরাও গঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, লায়ন একেএম মহিউদ্দিন, পলিটেকনিক অধ্যক্ষ প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক