মুজিববর্ষে কোন মানুষ ঘরহীন থাকবে না: খুলনা বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ | আপডেট: ১০:১৭:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় ভিক্ষুক পুনর্বাসন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
সভায় প্রধান অতিথি বলেন, মুজিববর্ষে কোন মানুষ ঘরহীন থাকবে না। সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একটি উপজেলা যদি ভিক্ষুক মুক্ত হয় তাহলে সেটা সেই উপজেলার সবার জন্য গর্বের বিষয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সভায় একই সাথে সুন্দরবন রক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য সবাইকে আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমানসহ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক