হাসানপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ | আপডেট: ১০:৪৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর (যশোর): মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপজেলার হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে। দিবসটি পালনে হাসানপুর ইউনিয়নের বগা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১৫ মিনিটে পুস্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান শাহিন, সেলিম রেজা, মেহেদী হাসান, শুভ সরদারসহ অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। এদিকে ডাক্তার হাসনাত ফাউন্ডেশনের উদ্যোগে চারুপীঠ আর্ট স্কুল পাঁজিয়া কেন্দ্রের ব্যবস্থাপনায় চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাঁজিয়া এডাস স্কুল কেন্দ্রে ডা: হাসনাত ফাউন্ডেশন এর পরিচালনা কমিটির সদস্যসাংবাদিক উৎপল দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সংসদ এর সাধারণ স¤পাদক লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদার। চারুপীঠের পাঁজিয়া কেন্দ্র পরিচালক শিক্ষক সোহেল পারভেজ বাপী’র পরিচালনায় বক্তব্য দেন পাঁজিয়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক প্রদীপ কুমার রায় , চারুপীঠের সহকারি পরিচালক শ্রাবন্তী রায় দে, গ্রামীণব্যাংক পাঁজিয়া শাখার ম্যানেজার তপন নন্দী। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ২২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত