সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ চালু

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ | আপডেট: ৪:৫৫:অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ দিনের আন্দোলনের মুখে অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে জরুরী বিভাগ। এর ফলে সাধারন রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল কলেজ হাসপাতালটি আরো একধাপ এগিয়ে গেলো।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

শনিবার বেলা ১১টায় উক্ত জরুরী বিভাগেরর উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

 

এ সময় সেখানে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, হাসপাতালটির তত্তাবধায়ক ডা. রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ডাঃ কাজী আরিফ আহমেদ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ সাতক্ষীরার সভাপতি ডাঃ মোখলেছুর রহমানসহ হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ, জরুরি বিভাগ চালুর দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা দীর্ঘ ৬ বছর যাবত আন্দোলন সংগ্রাম করে আসছেন। সর্বশেষ তারা গত ১৪ অক্টোবর মডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় ইন্টার্ণ কক্ষে জরুরি বিভাগ চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেন। এরই ধারাবাহিক আন্দোলনের মুখে অবশেষে জরুরি বিভাগ চালু হলো।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স