সাতক্ষীরায় ১১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত, হাসপাতালে ভর্তি-৪৪ প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৯ | আপডেট: ২:৪৮:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৯ সাতক্ষীরায় এডিস মশার সন্ধান, ‘লার্ভা ধ্বংস’-জেলা প্রশাসক, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এডিস মশার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার সকালে শহরের সুলতানপুর ঘোষ পাড়া এলাকার নেতাই পালের বাড়ির একটি গাছের টবের পানিতে ভাসমান পাতার উপরে এই মশা দেখা যায়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য দিয়ে বলেন, আমরা আজ সকালে এডিসের লার্ভার অস্তিত্ব পেয়েছি। তবে সে লার্ভা আমরা ধ্বংসও করে দিয়েছি। তিনি বলেন, তার নেতৃত্বে বাড়ি বাড়ি যেয়ে মশা নিধন অভিযান চলছে। তবে, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বলেন, আমি কীটপতঙ্গবিদ নই। শুনেছি এডিসের লার্ভা পাওয়া গেছে। তবে নিশ্চিত নই সেটি এডিস মশা কিনা। মশা নিধন অভিযানের সদস্য সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, এডিস মশা মনে করে তার ডিম ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে, আজ শুক্রবার পর্যন্ত সাতক্ষীরা জেলায় ১১৫ জন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। সিভিল সার্জন জানান, তাদের মধ্যে ৪৪ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। সিভিল সার্জন আরও জানান, চিকিৎসাধীন রোগীরা আশংকামুক্ত। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা সাতক্ষীরায় ১১৫ জন ডেঙ্গু রোগী সনাক্তসাতক্ষীরায় ডেঙ্গু সংবাদটি ৪০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন