সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেন্দ্রবিন্দু’র আত্নপ্রকাশ

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ | আপডেট: ১১:৫৪:অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেন্দ্রবিন্দু’র আত্নপ্রকাশ

শিক্ষা, ঐক্য, মানবতা এই শ্লোগানকে সামনে রেখে “কেন্দ্রবিন্দু” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্নপ্রকাশ করেছে। সোমবার (৩ আগষ্ট) বিকাল সাড়ে পাঁচটায় দেবহাটা উপজেলার নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমদাদুল হক সোহাগের সঞ্চালনা ও বাংলাদেশ কৃষি ব্যাংক শ্যামনগর শাখার উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা মো: রুহুল কুদ্দুস চাদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: সিরাজুল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন প্রদর্শক মো: ইয়াসিন আলী, নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: হাফিজুর রহমান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো: সালাউদ্দিন, কালিগঞ্জ উপজেলার সহকারি ভূমি কর্মকর্তা মো: রেজাউল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: আফজাল হোসেন, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম প্রমুখ।

 

এছাড়া অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সরকারি খানবাহাদুর আহসানুল্লাহ কলেজের প্রভাষক মো: আছাদুজ্জামান ও দারুল উলুম চৌমুহনী ডিগ্রী মাদ্রাসার প্রভাষক মো: জুবাইর ইসলাম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুজ্জামান গাজী, হাবিবুর রহমান সেলিম, কাটুনিয়া রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নানসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

 

সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে–সমাজে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করা; অসহায়, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান; শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহায়তা প্রদান; টেকসই সামাজিক ঐক্য গড়ে তোলা; মানুষের কল্যাণে স্বেচ্ছাশ্রমের সামসিকতা সৃষ্টি; পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি; দুর্যোগ ঝুকি সম্পর্কে সচেতনতা বৃষ্টি; ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি; দেশের স্বার্থ রক্ষা ও জাতীয় দিবস পালন ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স