সাতক্ষীরায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্তদের চিকিৎসার উদ্যোগ ওনার্স অ্যাসোসিয়েশনের

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০ | আপডেট: ১০:৪৬:অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

সাতক্ষীরা প্রতিনিধি:
“করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সাবধান ও সচেতন হন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা বাসীর সুবিধার্থে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্তদের বিভিন্ন ডাক্তার দ্বারা চিকিৎসাধীন সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগী দেখা হবে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (নতুন কোর্টের পাশে)।
বাংলাদেশ হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল জানান, ভয় না পেয়ে ও তথ্য না লুকিয়ে ডাক্তার দেখানো এবং চিকিৎসা সেবা দেওয়ার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরাবাসীর কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। শনিবার এ সেবার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, ডা. মাসুমবিল্লাহ রনি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য বিধান চন্দ্র রায়।

উদ্বোধনী দিনে ডা. মাসুমবিল্লাহ রনি অনেক রোগীর চিকিৎসা সেবা ও ব্যবস্থা পত্র দেন। রোগী দেখানোর জন্য বিস্তারিত বিষয়ে ০১৮৭২-৭০৫১৩৩ মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক