সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯ | আপডেট: ২:২৬:অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

সাতক্ষীরা সংবাদদাতা:
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা নাসিং ইনষ্টিটিউটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল্লাহ আল-কাফি, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আহমেদ, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পুষ্টি সম্পর্কিত বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/শা/সাতক্ষীরা/


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক