সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাধ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ২২, ২০২০ | আপডেট: ৫:৫৯:অপরাহ্ণ, মে ২২, ২০২০

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাধ পরিদর্শন করে তা দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার। 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শুক্রবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের বেড়িবাধ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনীকে এই তিনটি জেলার বেড়িবাধ মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ইউএনও আ ন ম আবুজর গিফারী প্রমূখ।

পরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার।

পরে খুলনা বিভাগীয় কমিশনার কলারোয়া উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স