সাতক্ষীরায় অনগ্রসর জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯ | আপডেট: ২:৫৮:অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
অনগ্রসর জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে সম্পৃক্তকরনে রাষ্ট্রের ভুমিকা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বেসরকারী উন্নয়ন সংস্থা “শারি ও স্বদেশের” আয়োজনে এবং ইউএনডিপির সহযোগিতায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ আলাউদ্দীন মিলনায়তনে উক্ত সংলাপটি অনুষ্ঠিত হয়। শারির কোঅর্ডিনেটর রঞ্জন বকশির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রফেসর অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রফেসর অধ্যক্ষ ড. দিলারা বেগম, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাতক্ষীরা যুব উন্নয়ন উপ-পরিচালক আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১ কোটি দলিত জনগোষ্ঠী বাস করে। যার মধ্যে প্রায় ১৬ লাখ হরিজন, ৫৫ লাখ রিষি এবং ৩৫ লাখ চা বাগানের শ্রমিক। এই জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, তাদেরকে মুলধারার সাথে সম্পৃক্তকরন এবং রাষ্ট্রকে এই জনগোষ্ঠীর উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান বক্তরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, স্বদেশের নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক