সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২২ | আপডেট: ১০:২৭:পূর্বাহ্ণ, মে ১৬, ২০২২

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে গত ৯ দিন ধরে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। এর প্রভাব পড়েছে দেশীয় পেঁয়াজ বাজারে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরার বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে ১২-১৫ টাকা বেড়েছে। গত ৫ মে থেকে বাণিজ্য মন্ত্রনালয় আইপি (ইনপোর্ট পারমিট) না দেওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

ভোমরা স্থল বন্দরের শুল্ক স্টেশন কার্যালয়ের সহকারী কমিশনার আমির মামুন জানান, বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আইপি (ইনপোর্ট পারমিট) না দেওয়ায় আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করতে পারছেন না। প্রতিদিন কমপক্ষে ৬০-৭০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে আমদানি হতো।

তিনি আরও জানান, দেশীয় পেঁয়াজ বাজারে আসায় এটি বন্ধ করা হয়েছে। গত ৫ মে থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে সদয় করতে আসা কামালনগরের মোহাম্মদ আমিনুর রহমান ও মুনজিদপুরের আমির হোসেন জানান, গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ প্রতি কেজি ১২ থেকে ১৫ টাকা বেড়েছে। একেক দোকানে একেক দর।

তারা আরও জানান, পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে রসুন প্রতি কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। গেলো এক সপ্তাহে রসুন বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা দরে। অথচ সেই রসুন আজ ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। আমারা সাধারণ মানুষ কোথায় যাব।

সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, বর্তমানে বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ পাইকারি দরে বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকায়। ৫-৭ দিন আগে এই পেঁয়াজের মূল্য ছিল ২৪-২৫ টাকা।

তিনি আরও জানান, বাজারে আরও দুই টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিকেজি পেঁয়াজের মূল্য কমপক্ষে ১০-১২ টাকা বেড়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি ও বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বর্তমানে বাজারে পর্যাপ্ত দেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। বাছাইকৃত ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি ৩২ টাকা দরে। খুচরা বাজারে গিয়ে আরও কয়েক টাকা দাম বেড়েছে।

তিনি আরও জানান, এছাড়া বর্তমানে এলসি পেঁয়াজ বাজারে নেই। সামান্য কিছু থাকতে পারে। বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকায় আশা করি বাজারে কোনো প্রভাব পড়বে না।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স