রামনাথপুরে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ | আপডেট: ৪:১০:অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

গোটা বিশ্বে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে পড়ছে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষেরা।
সরকারের পাশাপাশি অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
তেমনি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন যশোর জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন আ,লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাংবাদিক শহিদুল ইসলাম মিলন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বৃহস্পতিবার সকাল থেকে তিনি মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামের অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, মশুর ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তৈল, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
এ বিষয়ে শহিদুল ইসলাম মিলন বলেন, মানবিকতা মানুষের স্বকীয় বৈশিষ্ট। এই মানবিকবোধ থেকেই সামাজিক দূরত্ব করা ও চাহিদার তুলনায় সীমিত সামর্থ্যের কথা বিবেচনা করে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।

এসময় উপস্থিত ছিলেন মেম্বার ফজলুর রহমান, রামনাথপুর গ্রামের ২নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আসিফ খান, ছাত্রলীগ কর্মি কিশোর, ফয়সাল খান, ইমরান খান, সমাজসেবক জাকির হোসেন মিলন, মুজিবুর রহমান, শহীদুল্লাহ্ কায়সার।
উল্লেখ্য, মণিরামপুরের বিভিন্ন এলাকার অসহায় শ্রমজীবী মানুষের মাঝে এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর