রাজগঞ্জে শতাধিক কলা গাছ কেটে এ কেমন শত্রুতা!

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০ | আপডেট: ৭:০৫:অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

যশোরের রাজগঞ্জে কে বা কারা আব্দুল কাদেরের কলা ক্ষেতের প্রায় শতাধিক কলা গাছ শত্রুতামূলক ভাবে কেটে দিয়েছে। তিনি জানান, আমি শনিবার (১৫ আগস্ট) বিকালে লোকমুখে খবর পাই আমার ক্ষেতের কলা গাছগুলো কেটে দেওয়া হয়েছে। তাৎক্ষনিক ক্ষেতের ভিতরে যেয়ে দেখি প্রায় শতাধিক কলা গাছ মাজা থেকে কাটা অবস্থায় রয়েছে। 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করবেন বলে জানান ক্ষতিগ্রস্থ্য ক্ষেত মালিক আব্দুল কাদের। 

তিনি আরো বলেন, প্রায় বছর খানেক আগে রাজগঞ্জ এলাকার হানুয়ার বাগে গ্রামের শরিফ, রবিউল ও শহিদুলের নিকট থেকে তিন বছরের জন্য ৬৫ হাজার টাকার চুক্তিতে ৫ বিঘা জমি লীজ গ্রহন করি এবং সেখানে কলার চাষ করার জন্য গাছ রোপন করি। যখন কলা গাছে ফল পরিপক্ক হওয়ার পথে, ঠিক সেই সময় আম্পান ঝড়ে কলা ক্ষেত ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়। এখনো সেখান থেকে এক টাকাও ঘরে আসেনি। এরই মধ্যে কে বা কারা কলা গাছগুলো কেটে দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। 

স্থানীয় রবিউল ইসলাম জানান, কলা গাছগুলো টেকে দেওয়ায় আব্দুল কাদেরের ব্যাপক ক্ষতি হয়েছে। 


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর