রাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ | আপডেট: ৯:৪৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে অবৈধ কারেন্টজাল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার রাজগঞ্জের মশ্মিমনগর ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪(ক) ধারায় উৎপাদনকারী গৌরাঙ্গ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

এদিকে ট্রেডলাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় রাজগঞ্জ বাজারের শেখ এন্টারপ্রাইজের মালিক সার ব্যবসায়ী মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১ কেজির বাটখারায় ৫৩ গ্রাম ওজন কম থাকায় একই বাজারের মাছ বিক্রেতা মোসলেম উদ্দিনকেও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ড. আবু হাসান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চসহকারী সাইফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর