রাজগঞ্জে নিজের সার অন্যের মোড়কে: জরিমানা ৫০ হাজার

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ | আপডেট: ৯:১৯:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

উত্তম চক্রবর্তী:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজের উৎপাদিত নিম্নমানের জিপসাম ভিন্ন কোম্পানির নামে প্যাকেটজাত করার অপরাধে রাজগঞ্জে আব্দুল গনি নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩৮০ বস্তা সার জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান আদালত পরিচালনা করে এই আদেশ দেন।
আব্দুল গনি উপজেলার রাজগঞ্জের হাজরাকাটি বেলতলা বাজারের মেসার্স গাজী এন্টারপ্রাইজের মালিক।

উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার ও আদালতের বেঞ্চ সহকারী সার্ভেয়ার আব্দুল মান্নান এসময় উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি কর্মকর্তা হীরককুমার সরকার বলেন, আব্দুল গনি নিজের উৎপাদিত জিপসাম গাজী এন্টারপ্রাইজের নামে প্যাকেটজাত না করে ‘আপেল এন্টারপ্রাইজ’ নামে প্যাকেটজাত করছিলেন। এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার গুদাম থেকে ৩৮০ বস্তা জিপসাম জব্দ করা হয়েছে। আব্দুল গনির উৎপাদিত জিপসাম মানসম্মত কিনা তা যাচাই করার জন্য নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মনিরামপুর(যশোর)


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক