রাজগঞ্জে ছেলের শাবলের আঘাতে পিতার মৃত্যু

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ | আপডেট: ৪:৩৮:অপরাহ্ণ, মে ২৮, ২০২০

যশোরের রাজগঞ্জ এলাকায় মানষিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে মারা গেছে পঙ্গু পিতা ছায়েল উদ্দিন (৫৫)। এঘটনায় পুলিশ নিহতের দুই ছেলেকে আটক করেছে। বুধবার (২৭ মে) বিকালে মণিরামপুরের রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট এলাকার আটঘরা গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিহত ছায়েল উদ্দিন নেংগুড়াহাট এলাকার আটঘরা গ্রামের মৃত ছাম দাড়িয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত পঙ্গু হয়ে নিজবাড়ীতেই পরিবারের সাথেই থাকতেন।  স্থানীয় লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ প্রতিবেদককে জানান, মানুষিক ভারসাম্যহীন ছেলে ইদ্রিস আলীকে সব সময় বেঁধে রাখা হতো। ঈদ উপলক্ষ্যে বাধন খুলে দিলে এদিন হঠাৎ তার পিতার মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

এসময় নিহতের বড় ছেলে কুদ্দুস আলী (৩০) ও হত্যাকারি ছেলে মানসিক ভারসাম্যহীন ইদ্রিস আলীকে (২৬) আটক করা হয়। এ ঘটনায় মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর