রাজগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১ | আপডেট: ৯:৩২:অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১

রাজগঞ্জ-পুলেরহাট সড়কের রোহিতায় উদ্বোধন করা হয়েছে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ অক্টোবর-২০২১। শুক্রবার (০১ অক্টোবর-২০২১) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের রোহিতা বাজার সংলগ্ন রাস্তা সংস্কার ও মেরামত কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এম.পি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় উপস্থিত ছিলেন- যশোরের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোঃ আনিসুজ্জামান, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার রায়হান উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুল হাসান শান্টু প্রমূখ।

এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর