যশোর জেলায় এক দিনেই করোনায় পজিটিভ শনাক্ত ১৭ ব্যক্তি

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ | আপডেট: ১২:১৬:অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ১৭ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। ১৩ জুন শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে ঘোষিত করোনা শনাক্তকরণ পরীক্ষার ফলাফল অনুযায়ী যশোর জেলায় ১০২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাশাপাশি যবিপ্রবির ল্যাবে নড়াইলের ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের, মাগুরার ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের, সাতক্ষীরার ২৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের ও বাগেরহাটের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় যবিপ্রবির ল্যাবে মোট ২২১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ এবং ১৮৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যবিপ্রবির ল্যাবের পরীক্ষণ দলের সদস্য ও পুষ্টি এবং খাদ্য প্রযুক্তি(এনএফটি) বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার তথ্যটি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর