মণিরামপুরে বাল্যবিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ক্যাম্পেইন

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০ | আপডেট: ৭:১৪:অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর(যশোর):

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

যশোরের মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে, যৌন হয়রানী, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মণিরামপুর উপজেলা পরিষদের  আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সার্বিক সহযোগিতায় উপজেলার ১২টি ইউনিয়নে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আসলাম খান জানান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে গত ২১/১১/২০১ তারিখ হতে ২৯/১২/২০১৯ পর্যন্ত কাশিমনগর ইউনিয়ন, ভোজগাতী ইউনিয়ন, ঢাকুরিয়া ইউনিয়ন, হরিদাসকাটি ইউনিয়ন, মনিরামপুর সদর ইউনিয়ন, খেদাপাড়া ইউনিয়ন, হরিহরনগর ইউনিয়ন, ঝাঁপা ইউনিয়ন, মশ্মিমনগর ইউনিয়ন, চালুয়াহাটি ইউনিয়ন, শ্যামকুড় ইউনিয়ন এবং রোহিতা ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। ইউনিয়ন ভিত্তিক এ ক্যাম্পেইন গুলোতে ইউপি চেয়ারম্যান গন, সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম, নিকাহ রেজিস্টার, ইউনিয়ন পর্যায়ের সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ছাত্র/ছাত্রীবৃন্দ ও আনসার ভিডিপি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সুন্দরবনটাইমস.কম/উত্তম চক্রবর্তী


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক