ভারতের জনতা কারফিউ: ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ | আপডেট: ২:২১:অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
ভারতের জনতা কারফিউ কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি এক দিনের জন্য বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিরি সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার (এসিএফ) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন,ভারতের জনতা কারফিউ কারণে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি এক দিনের জন্য বন্ধ রয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান,ভারতের জনতা কারফিউ কারণে রোববার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ করা হয়েছে। তবে আগামীকাল সোমবার সকাল থেকে যথা নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হবে।
তিনি আরো জানান,আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ভোমরা স্থলবন্দরে অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দেশি ট্রাক গুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক