চুকনগরে ব্যবসায়ীর টাকা নিয়ে হয়রানীর অভিযোগ: লিগ্যাল নোটিশ প্রদান

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯ | আপডেট: ১০:০৭:অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

চুকনগর(খুলনা) প্রতিনিধি: চুকনগরে এক ব্যবসায়ীর টাকা নিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। টাকা দেয়ার অদ্যবধি বারংবার ফেরত চেয়েও টাকা না দিয়ে নানা টালবাহানা করায় নিরুপায় হয়ে তিনি এ্যাডভোকেটের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাটিয়েছে।
প্রাপ্ত লিগ্যান নোটিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মোড়লের পুত্র মোঃ রায়হান মোড়লের কাছ থেকে একই উপজেলার বরাতিয়া গ্রামের শাহাবুদ্দিন গাজীর কন্যা মোছাঃ নাসরিন আক্তার এ বছরের ২০মার্চ তারিখে চার লক্ষ টাকা ধার নেয়। টাকা নেয়ার সময় চুকনগর অগ্রনী ব্যাংক শাখার একাউন্ট নং-০২০০০১০২৬০৪৬৬, চেক নং-১১৭১, ২০৮৫৮১৯টাকার অংক চার লক্ষ টাকা গ্রহন করে। টাকা দেয়ার অদ্যবধি বারংবার ফেরত চেয়েও টাকা না দিয়ে নানা টালবাহনা করায় তিনি নিরুপায় হয়ে গত ১৯জুন অগ্রনী ব্যাংকে গিয়ে টাকা তোলার জন্য চেক জমা দিলে অপর্যাপ্ত তহবিল না থাকায় চেকখানা ডিজ অনার করে এ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস এর মাধ্যমে গত ১৬জুলাই নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এ্যাক্টের ১৩৮ধারার অপরাধ মতে লিগ্যাল নোটিশ পাটিয়েছে। এব্যাপারে শাহাবুদ্দিন গাজী তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। কিন্তু চেক দেয়ার কারণ জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেনি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক